ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ছাদ থেকে ঈদযাত্রীদের পিটিয়ে নামিয়েছে রেলওয়ে পুলিশ। সোমবার (৩ জুন) রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ দৃশ্য দেখা যায়।<br /><br />বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে আসার কথা থাকলেও ট্রেনটি আসে বেলা ১১টা ২৫ মিনিটে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই যাত্রীতে পূর্ণ হয়ে আসে ট্রেনটি। বিমানবন্দর স্টেশনে থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা লাফিয়ে ট্রেনের ছাদে উঠতে থাকেন।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/504605<br /><br />Video link - https://www.youtube.com/watch?v=k4dj4BjuLwE<br />https://www.youtube.com/watch?v=fPLmdy_ULZU<br />https://www.youtube.com/watch?v=p0ZJ6eYaSxM<br />https://www.youtube.com/watch?v=BKxV7LoMYEg